Call
এডুকেশনাল জিমন্যাস্টিক্স আধুনিক জিমন্যাস্টিক্সের সূচনা হয় জার্মানিতে। এর লক্ষ্য ছিল শুধু বলিষ্ঠ দেহ গঠন। কিন্তু শরীর ও মনের সুসমন্বিত উন্নয়নের লক্ষ্যে যে ব্যায়াম করা হয় তাকে এডুকেশনাল বা শিক্ষামূলক জিমন্যাস্টিক্স বলে। এডুকেশনাল জিমন্যাস্টিক্সের কয়েকটি ব্যায়ামের উদাহরণ হলো সম্মুখ ডিগবাজি, পিছনে ডিগবাজি, পার্শ্ব ডিগবাজি, ডাইভ রোল ইত্যাদি এডুকেশনাল জিমন্যাস্টিক্সের উদ্দেশ্যসমূহ ১. এডুকেশনাল জিমন্যাস্টিক্স অনুশীলনের ফলে শিশু ক্রমান্বয়ে শারীরিক, মানসিক ও সামাজিক গুণাবলি অর্জন করতে পারে। ২. বিদ্যালয়েই শিশুর নৈতিক গুণাবলি অর্জিত হয়। ৩. এডুকেশনাল জিমন্যাস্টিক্সের অনুশীলনগুলো পরিকল্পনামাফিক হয় বলে বাস্তব জীবনে এর প্রভাব পড়ে।
Talk Doctor Online in Bissoy App