Call
ক্লাস শুরুর আগে বিদ্যালয়ের সামনে খোলা জায়গায় প্রতিদিন নির্ধারিত সময়ে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের সমবেত হওয়াকে প্রাত্যহিক সমাবেশ বলে। প্রাত্যহিক সমাবেশের ধারাবাহিক কার্যক্রম নিচে ব্যাখ্যা করা হলো ১. জাতীয় পতাকা উত্তোলন জাতীয় পতাকা উত্তোলনের সময় সকলে সোজা অবস্থায় থাকবে। প্রধান শিক্ষক বা একজন সিনিয়র শিক্ষক পতাকা উত্তোলন করবেন। ২. জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন সমাবেশ পরিচালনাকারীর নির্দেশে উপস্থিত সকলে একসাথে পতাকার উদ্দেশ্যে ডান হাত কপাল বরাবর তুলে অভিবাদন জানাবে। ৩. ধর্মগ্রন্থ থেকে পাঠ একজন শিক্ষার্থী সামনে এসে তার নিজ ধর্মগ্রন্থ থেকে নির্দিষ্ট অংশ পাঠ করবে ও অন্য শিক্ষার্থীরা মন দিয়ে শুনবে। ৪. শপথ গ্রহণ একজন শিক্ষার্থী সামনে এসে ডান হাত কাঁধ বরাবর তুলে শপথবাক্য পাঠ করবে এবং সকল শিক্ষার্থী তাকে অনুসরণ করে সমস্বরে তার সাথে তা পাঠ করবে। ৫. জাতীয় সংগীত শিক্ষকম-লী ও শিক্ষার্থী সকলে সোজা অবস্থায় এক সাথে জাতীয় সংগীত গাইবে। ৬. প্রধান শিক্ষকের ভাষণ প্রধান শিক্ষক বা তার অনুপস্থিতিতে কোনো সিনিয়র শিক্ষক ভাষণ দিবেন। ৭. শরীরচর্চা অনুশীলন শারীরিক শিক্ষক শিক্ষার্থীদের কাপড়ে যেন ময়লা না লাগে সেদিকে লক্ষ্য রেখে পাঁচ মিনিট সমবেত ব্যায়াম করাবেন। ৮. সমাবেশ শেষে শ্রেণিশিক্ষক বা শ্রেণির দলনেতার নেতৃত্বে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে স্ব স্ব ক্লাসে চলে যাবে।