Call
ইন্টারনেটের সবচেয়ে বড় মুক্ত বিশ্বকোষ হলো উইকিপিডিয়া একে তথ্যের বিশাল ভাণ্ডার বলা হয়। এটি সারা বিশ্বের মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তৈরি করেছে এবং ক্রমাগত সমৃদ্ধ করে চলছে। প্রায় দুইশ’রও বেশি ভাষায় এটি চালু রয়েছে। প্রত্যেক উইকিপিডিয়াতে অনুসন্ধান করার একটি বাক্স থাকে। যেখানে কাঙ্খিত শব্দ বা শব্দাবলী লিখলে এই সংক্রান্ত নিবন্ধ বা নিবন্ধাবলী দেখতে পাওয়া যায়। ইংরেজি, বাংলা এবং অন্যান্য ভাষার ৪০ লক্ষেরও বেশি নিবন্ধন আছে, যার অনেকগুলি সরাসরি শিক্ষা সংক্রান্ত। বাংলা ভাষায় উইকিপিডিয়া এখনো ততটা সমৃদ্ধ নয়। বাংলা ভাষায় উইকিপিডিয়াতে ২৩ হাজারের বেশি নিবন্ধ আছে এবং সেখান থেকে কাঙ্খিত তথ্য পেয়ে উপকৃত হওয়া যায়।