Call
আখের খেত পাহারা দিতে গিয়ে চাষিরা খেতের কোণায় বাঁশ পুঁতে ঘর তৈরি করেছে। ঘরের ভিতরে বাখারি উপর বিচালির শয্যা বানিয়েছে। প্রবল শীতের মধ্যেও মাঠের মাঝখানে আগুনের মশাল জ্বালিয়ে হাত দিয়ে তালি বাজিয়ে খেত পাহারা দেয়। যাতে রাতের বেলা পদ্মার ওপার থেকে শূকর এসে আখের খেত নষ্ট না করে।