Call
সংজ্ঞায় জাত্যর্থের অতিরিক্ত গুণ থাকলে এবং তা অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ (Inseparable Accident) হলে অবান্তর লক্ষণজনিত সংজ্ঞা অনুপপত্তি (Fallacy of Accidental Definition) ঘটে। অবান্তর সংজ্ঞা এক প্রকার ভ্রান্ত সংজ্ঞা। এরূপ সংজ্ঞায় অতিরিক্ত গুণ হিসেবে অবান্তর লক্ষণ উল্লেখ করা হয়। যথা— মানুষ একটা হাস্যপ্রিয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব ৷ এ দৃষ্টান্তে ‘হাস্যপ্রিয়’ গুণটা মানুষের অবান্তর লক্ষণ। কাজেই এটি অবান্তর সংজ্ঞার দৃষ্টান্ত।
Talk Doctor Online in Bissoy App