Call
কোনো বিষয় নিরীক্ষণের সময় প্রয়োজনীয় সকল অবস্থা নিরীক্ষণ না করে সিদ্ধান্ত গ্রহণ করলে দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি ঘটে। একটি ঘটনা যথাযথভাবে নিরীক্ষণ না করে ভুল সিদ্ধান্ত নিলে যে ভ্রান্তি ঘটে, তাকে অনিরীক্ষণ অনুপপত্তি বলে। যেমন- কয়েকজন লম্বা লোককে নিরীক্ষণ করে দেখা গেল যে, তাদের বুদ্ধি কম। এ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে, সব লম্বা লোকের বুদ্ধি কম। এরূপ দৃষ্টান্তে অনিরীক্ষণ অনুপপত্তি ঘটবে। কারণ যেসব লম্বা লোক বুদ্ধিমান তাদের অনিরীক্ষিত রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
Talk Doctor Online in Bissoy App