Call
সুভা গল্পে ‘চিরনিস্তব্ধ হৃদয়-উপকূল’ বলতে কী বোঝানো হয়েছে? উত্তর: ‘চিরনিস্তব্ধ হৃদয়-উপকূল’ বলতে বাকশক্তিহীন সুভার মনতে বোঝানো হয়েছে। সুভা গল্পের গল্পকারের মতে প্রকৃতি যেন সুভার ভাষার অভাব পূরণ করে দেয়, প্রকৃতি সুভার হয়ে কথা বলে। নদীর কলধ্বনী, কোলাহল, মাঝির গান, পাখির ডাক প্রভৃতি যেন সমুদ্রের স্রোতের মত এসে সুভার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের কাছে এসে ভেঙে পড়ে। মূল প্রকৃতির হাজারো শব্দ সমারোহের মধ্যে সুভার বাকহীন হৃদয় আকুল হয়। কারণ সে কথা বলতে পারে না। প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা সেই বিষয়টি বোঝানো হয়েছে
Talk Doctor Online in Bissoy App